নিউজ ডেস্ক :: ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে সাগর ও নদী উত্তাল থাকায় নোয়াখালীর উপকূলীয় এলাকায় সব ধরণের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপপরিচালক মো. শরাফত হোসেন খান জানিয়েছেন, সকাল থেকে ঝড়ো হাওয়ার সাথে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে।
উপকূলীয় এলাকায় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। আশ্রয়কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদেরকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া উপকূলীয় অঞ্চলগুলোতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা মাইকিং করে জেলেদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন।
তিতলি আঘাত হানতে পারে এই আশঙ্কায় বুধবার সন্ধ্যায় নোয়াখালী জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়। আপৎকালীন সময়ের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ মজুদ রাখতে সকল উপজেলা নির্বাহী অফিসারদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়।