নিউজ ডেস্ক :: আজ ৩ ফেব্রুয়ারি ১৮ বিকেল ৪টায় বাংলাদেশ যুব মৈত্রীর সদ্য প্রয়াত কেন্দ্রীয় কমিটির সদস্য সৃজন বিশ্বাস সৌভিকের অকাল প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩১/এফ তোপখানা রোডস্থ দলীয় কার্যালয় চত্ত্বরে শোকসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স। বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, বাংলাদেশ যুব মৈত্রীর সাবেক সভাপতি মোস্তফা আলমগীর রতন, মোঃ তৌহিদ, আব্দুল আহাদ মিনার, সৌভিকের বড় বোন তরুন চিকিৎসক ডাঃ ইশিতা বিশ্বাস, তাপস দাস, কাজী মাহমুদুল হক সেনা, এম এম মিলটন, মিজানুর রহমান মিজান, পারভেজ আলম বাচ্চু, ইয়াদুল ইসলাম, কালাম খান, টিপু সুলতান, হযরত আলী সুমন, সৃজনের সহধর্মিনী প্রিয়াংকা কর্মকার।
সভাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানী। বক্তাগণ বলেন, সৃজন বিশ্বাস সৌভিকের অকাল প্রয়াণে আমাদের যে ক্ষতি হয়েছে তা কোনোভাবেই পূরণ হবার নয়। সাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা একজন সংগঠককে হারালাম, পরিবারে হারালো তার স্বজন।
সাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদের বিরোধী সংগ্রামে সৃজনের উপস্থিতি খুব জরুরি ছিলো। বেকারত্ব, দুর্নীতি, মাদক, জঙ্গিবাদে ও বৈষম্যের বিরুদ্ধে চলামান সংগ্রামে সৃজনের স্মৃতি আমাদের প্রেরণা যোগাবে।