বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক। চলতি মাসে তার লেখা মুক্তিযুদ্ধভিত্তিক চারটি নাটকের সমন্বয়ে রচিত একটি নাটক মঞ্চস্থ হবে। পাশাপাশি প্রচার চলতি একাধিক ধারাবাহিকে শুটিং করছেন তিনি। অভিনয় ও সমসাময়িক নানা বিষয়ে কথা হলো তার সঙ্গে-
নোয়াখালীর কথা : নাগরিক নাট্যাঙ্গন প্রসঙ্গে…
ড. ইনামুল হক: এটি ধারাবাহিকভাবে ছয় মাসের অভিনয় কোর্সভিত্তিক একটি নাট্যসংগঠন। ইতোমধ্যে আমাদের এই সংগঠন থেকে ২২টি ব্যাচ-এর অভিনয় কোর্স সম্পন্ন হয়েছে। প্রতিটি ব্যাচের কোর্স শেষ হওয়ার পর তাদের দিয়ে একটি টক মঞ্চস্থ করা হয়। তারই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর ২২তম ব্যাচের মুক্তিযুদ্ধভিত্তিক একটি পরিবেশনা মঞ্চস্থ হয়।
নোয়াখালীর কথা : মুক্তিযুদ্ধভিত্তিক পরিবেশনা নিয়ে বলবেন-
ড. ইনামুল হক: এখানে আমার লেখা- ‘বাংলা আমার বাংলা’, ‘সেইসব দিনগুলি’, ‘প্রতিধ্বনি প্রতিদিন’ এবং ‘প্রতীক্ষার প্রহর’ শীর্ষক মুক্তিযুদ্ধের চারটি বইয়ের সমন্বয়ে ‘৭১ এবং একজন নাট্যকার’ এক্সপিরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে। আশা করছি এ আয়োজনে ভালো একটি পরিবেশনা উপহার দিতে পারব।
নোয়াখালীর কথা : ফের ধারাবাহিকে শুটিং করছেন…
ড. ইনামুল হক: নতুন করে আবার কয়েকটি ধারাবাহিকের শুটিং করছি। এগুলো হচ্ছে- ‘নোয়াশাল’, ‘চাপাবাজ’, ‘গায়ে মানে না আপনি মোড়ল’,‘মগের মুল্লুুক’। এছাড়া অচিরেই নতুন ধারাবাহিকে কাজ শুরু করব।
নোয়াখালীর কথা : বর্তমানে টিভি নাটক নিয়ে বলুন-
ড. ইনামুল হক: বেশ ভালো মানের প্রোডাকশন নির্মিত হচ্ছে। তরুণরা অনেক ভালো ভালো কাজ করছে। তবে চ্যানেল আরো গুছিয়ে প্ল্যান করে নাটকগুলো প্রচার করলে দর্শকরা সব নাটক দেখতে পারবেন।