সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি :: দক্ষিণ আফ্রিকার মাফিকিং এ ফখরুল হাসান পারভেজ (৩২) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী আফ্রিকান সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসার সময় সন্ত্রাসীরা তাকে অপহরণ করে। নিহত পারভেজ নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার দুঃশ্বিমপাড়া গ্রামের পাটোয়ারী বাড়ীর নুরুল আমিন চৌধুরীর ছেলে। সে ৩ ভাই ১ বোনের মধ্যে সবার বড়। ফাইজা নামে তার ১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের ভগ্নিপতি ওমর ফারুক জানায়, গত বৃহ¯পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে অপহরণ করে দক্ষিণ আফ্রিকান ৭৫ হাজার রেন্ড ( বাংলাদেশী প্রায় ৫ লক্ষ টাকা) মুক্তিপণ দাবী করে সন্ত্রাসীরা। তাদের দাবী অনুযায়ী মুক্তিপণের সকল টাকা পরিশোধ করার পরও সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে তার লাশ মাফিকিং জেলার চিতাখোলা এলাকার মসজিদের পিছনে জঙ্গলে পাওয়া যায়।
উল্লেখ্য, নিহত পারভেজ জীবিকার উদ্দেশ্যে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকায় যায়। সেখানে মাফিকিং জেলার লেরাতু সুপার মার্কেটে দোকান দিয়ে ব্যবসা করে আসছিল।