নোয়াখালীর কথা ডেস্ক : সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের কমলনগরে দুই সহোদর নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে হাইল প্রদেশের হোলাইফা শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, উপজেলার চরলরেন্স এলাকার নেছার আহমদের ছেলে জসিম উদ্দিন ও তার ছোট ভাই মো. ইব্রাহিম। এ ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনরা জানান, ৪ বছর আগে জসিম উদ্দিন সৌদি আরবে যান। এর ২ বছর পর ছোট ভাই ইব্রাহিম হোসেনকেও নিয়ে যায় জসিম। এর আগে তাদের বাবা নেছার আহমদ সৌদি আরবে যান। তারা ৩ জন মিলে সৌদি আরবের আল হোলাইফা শহরে লোপ তোষকের ব্যবসা করতেন। অন্যদের সঙ্গে তারা তিনজনও একই বাসায় থাকতেন। মঙ্গলবার দিবাগত রাতে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে জসিম ও ইব্রাহীমসহ ৬ জন নিহত হয়। দুঘর্টনার সময় নিহতের বাবা নেছার আহমদ বাসার বাহিরে ছিলেন। এতে করে তিনি বেচেঁ যান।
নিহতদের মা রৌশন আক্তার জানান, তাদের সংসার বেশ সুন্দর চলছিল। গত তিন মাস আগে জসিম ছুটি নিয়ে দেশে এসে বিবাহ করে আবার কর্মস্থলে চলে যান। আমাদের অনেক স্বপ্ন ছিল, পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনবে, দুই বোনকে বিয়ে দেবে, নিজেরা বিয়ে করে সংসার করবে, মা-বাবার মুখে হাসি ফুটাবে। কিন্তু সব শেষ হয়ে গেছে।
এখন তাদের কি হবে, কে দেখবে, এভাবে বিলাপ করতে করতে কান্নায় ভেঙ্গে পড়েন বৃদ্ধা মা রৌশন আক্তার।
একই অবস্থা পরিবারের অন্য স্বজনদেরও। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত তাদের লাশ ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন নিহতের পরিবার ও স্বজনরা।
পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।