নোয়াখালীর কথা ডেস্ক : ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশের চাকরি নেয়ার চেষ্টার অভিযোগে দালালসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। সাভার মডেল থানায় বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- ঢাকার ধামরাই থানার বাটুলিয়া গ্রামের মো. তোতা মিয়ার ছেলে আ. রাজ্জাক (২৪), একই থানার কালামপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো. মনির হোসেন (২৫), মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. আয়নাল হোসেন (২৪), চান্ডিপাড়া হাতকোড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. উজ্জল হোসেন (২৫) ও মানিকগঞ্জের সাটুরিয়া থানার কোট্টা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মো. আব্দুল আলীম (২৬)।
পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, তাদের সনদ যাছাই-বাছাই করার সময় দাদার নামে গড়মিল দেখা দেয়। এ ঘটনায় সনদ অনুযায়ী সংশ্লিষ্ট থানার কমান্ডারের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ হয়। মুক্তিযোদ্ধারা জানান তাদের এই নামে কোন ছেলে নেই এবং পরিচিত কেউ পুলিশের চাকরির আবেদন করেনি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমানসহ পুলিশের কর্তকর্তারা উপস্থিত ছিলেন।